[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

রাবির দ্বাদশ সমাবর্তন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রাবি

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৩, ১৭:৪৩

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত সমাবর্তনের তারিখ পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বিশ্ববিদালয়ের দ্বাদশ সমাবর্তন ২০২৩ সালের নভেম্বর মাসে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। সমাবর্তনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, একটা সমাবর্তনের আয়োজন করতে কমপক্ষে ৬০ দিন সময় প্রয়োজন পড়ে। এখনও আমরা মহামান্য রাষ্ট্রপতির ডেট পাইনি। তাই আপাতত সমাবর্তনের তারিখ স্থগিত করা হয়েছে। মহামান্যের নির্দেশ পেলে আমরা পরে তারিখ জানিয়ে দিব।

এর আগে গত ৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নভেম্বর মাসে সমাবর্তন হবে বলে ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে দেশের রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের সভাপতিত্ব করার কথা ছিল।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর