[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন

বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা, মাঠে নেই কর্মীরা

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৪:৩৬

ছবি: সংগৃহীত

তিনদিনব্যাপী বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে। কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবারও নেতাকর্মী শূন্য দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। কার্যালয়ের সামনে রয়েছে পুলিশের অবস্থান। তালাবদ্ধ বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

অতীতে বিভিন্ন সময় বিএনপির কার্যালয় অবরুদ্ধ কিংবা পুলিশের দখলে থাকলেও দলটির কার্যালয়ে অবস্থান করতে দেখা যেতো জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। কিন্ত চলমান অবরোধ কর্মসূচিতে বিএনপির এই নেতাকেও কার্যালয়ের আশেপাশে দেখা যাচ্ছে না।

এদিকে, বুধবার সকাল থেকে রাজধানীর বাংলামোটর, শাহবাগ, সচিবালয়, পল্টন, মতিঝিল, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিক দিনের তুলনায় সাধারণ মানুষ ও যানবাহনের সংখ্যা অনেক কম। তবে এসব এলাকার কোথাও অবরোধের সমর্থনে বিএনপি জামায়াতের কাউকে রাস্তায় দেখা যায়নি। কোথাও চোখে পড়েনি মিছিল, শোনা যায়নি কোনো স্লোগান। একই সময়ে সরকারি দলের কোনো নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। তবে মোড়ে মোড়ে দেখা গেছে পুলিশের সতর্ক অবস্থান।

আজ এসব এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক কম দেখা যায়। রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলের উপস্থিতিও অনেকটাই কম। এই কারণে অবরোধের টানা দ্বিতীয় দিনেও দেখা যায় যানযট মুক্ত রাজধানী।

এর আগে রাজপথের বিরোধী দল বিএনপি ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলার প্রতিবাদে রবিবার হরতাল ঘোষণা করে। এরপর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয়। একই কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও। তাদের সঙ্গে আছে সমমনা দলগুলোও। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর