[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৩, ১৫:০০

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

গণতন্ত্রে সহিংসতার স্থান নেই। শর্তহীন সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এমন প্রত্যাশার কথা জানান। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির নিজ কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আমি আশার করি সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনে দিকে এগুবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে। সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর