[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

'নারায়ে তাকবির' ধ্বনিতে প্রকম্পিত আরামবাগ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ১৩:৩৮

ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করছে। একই বিএনপির সাথে সমমনা দলগুলোও তাল মিলিয়ে সমাবেশের ঘোষণা দেয়। গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মরাও শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দেয়।

এদিকে পুলিশের পক্ষ থেকে কোন প্রকার অনুমতি না পেলেও জামায়াত ইসলামী সমাবেশ সফল করার ঘোষণা দেয়।

শনিবার ( ২৮ অক্টোবর) সকাল থেকে দেখা যায় শাপলা চত্বরের আশেপাশে জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিত। ছোট ছোট মিছিল করার চেষ্টা। পুলিশের সাথে ছোট ছোট ধাওয়ার ঘটনাও চোখে পড়ে।

সকালে জামায়াত ইসলামীর কর্মী সন্দেহে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের বাধার মুখে পরে জামায়াত শিবিরের নেতাকর্মীরা আরমবাগ চত্বরে অবস্থান নেয়।

বেলা বারোটার দিকে দেখা যায় জামায়াতের নেতাকর্মীরা আরামবাগেই মঞ্চ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। জামায়াত নেতাকর্মীদের সাথে কথা বললে তারা বলেন, পুলিশ আমাদের জড়ো হতে দিচ্ছে না। আমাদের গনতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করছে। আমাদের নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে। শাপলা চত্বরে সমাবেশ করতে না দিলে আমরা আরমবাদেই সমাবেশ করবো। নেতাকর্মীদের নির্দেশনার অপেক্ষা করছি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর