infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৩, ২১:৪৮

ফাইল ছবি

বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দেশের একটি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর