infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

তৈরি হচ্ছে মঞ্চ, লাগানো হচ্ছে মাইক

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৩, ২০:১৪

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসমাবেশের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে। শনিবার (২৮ অক্টোবর) এ সমাবেশ শুরু হবে। এ উপলক্ষে আজ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ চলছে।

শুক্রবার সকাল ৯টা থেকে হুমায়ুন ডেকোরেটর এ মঞ্চ তৈরি করছে। বিকেল ৩টার পর সরেজমিনে গিয়ে কথা হয় মিস্ত্রী হাসানের সঙ্গে।

তিনি বলেন, সকাল ৯টা থেকে আমরা কাজ শুরু করেছি। রাত অবধি কাজ চলবে। সকালের আগেই সব প্রস্তুত হয়ে যাবে।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। তবে দুপুর ১২টার মধ্যেই মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে পৌঁছানোর নির্দেশনা আছে দলটির।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর