[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সিএসইতে ৫৩০ কোটি টাকার বেশি লেনদেন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৩, ১৭:৫৫

ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে একদিন সূচক, লেনদেন বাড়লে অন্যদিন তা পতনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেন পতন হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩০ কোটি টাকা লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ২৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১০৪টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩৭৮ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসসিএক্স ৯ পয়েন্ট কমে ১১ হাজার ১০৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত আছে ৬৩টির।

দিন শেষে সিএসইতে ৫৩০ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর