[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৩, ১৪:৫২

সংগৃহীত ছবি।

করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় আট ঘণ্টা রাখার পর আবার কেবিনে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। গত ৯ আগস্ট থেকে আড়াই মাস ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে আজ ভোর রাত সাড়ে তিনটার দিকে সিসিইউতে নেওয়া হয়েছিল। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে আট ঘণ্টা পর আজ বেলা সাড়ে ১১টার দিকে আবার কেবিনে নেওয়া হয়েছে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার দফায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর