[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

গ্লোবাল ইসলামী ব্যাংকের গোফাস্ট ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৩, ২১:০০

ছবি: সংগৃহীত

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবায় সংযুক্ত হলো গোফাস্ট মোবাইল ব্যাংকিং অ্যাপ ও গোফাস্ট ইন্টারনেট ব্যাংকিং সেবা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাংকিং সেবাগুলোর উদ্বোধন করেন।

নতুন এই অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ এখন থেকে ব্যালেন্স অনুসন্ধান, একাউন্ট স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জসহ সকল ধরনের বিল পরিশোধ করতে পারবেন।

নতুন নতুন ফিচার সমৃদ্ধ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে গ্রাহকগণ ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। তাছাড়া, গোফাস্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ এখন থেকে বাড়িতে বসে বা বিদেশে অবস্থান করেও গ্লোবাল ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর