[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

‘১৪, ‘১৮’র নির্বাচন এবার আর হবে না

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৩, ১৭:১৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাইছেন। (কিন্তু) ‘১৪ ও ‘১৮’র মতো এবার আর হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয় শীর্ষক সেমিনার ও ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খবর ইত্তেফাব।

এ সময় পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে (পক্ষে) অবস্থান নিয়েছে, তা আমাদের সাহস যোগাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দলের নেতাকর্মীদের বর্তমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই এবার রাজপথে নেমে গেছি। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে কোনো হতাশা নেই। যারা মাঠে আছে, তাদের মধ্যে হতাশা থাকে না।’

তিনি আরও বলেন, ‘যুগপৎ আন্দোলন যারা করছি, তাদের মধ্যেও কোনো হতাশা নেই। আমাদের কত নেতাকর্মী জীবন দিচ্ছে। তবুও হতাশা নেই। বিজয় আমাদের হবেই।’
 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর