infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

'ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত'

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১২ অক্টোবার ২০২৩, ২২:৩৪

ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বদ্বীপ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। এরপরও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করতে পারে।

আজ বৃহস্পতিবার ভারতের দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সব কথা বলেন তিনি। খবর কালেরকণ্ঠ।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা, পি-২০ ইস্যু, জি-২০ সামিট, সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম এবং জলবায়ু সমস্যাসহ দ্বি-পাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান স্বাধীনতাযুদ্ধে বাংলা আবালবৃদ্ধবনিতা অংশগ্রহণ করেছিল। আর সেই দুঃসময়ে পাশে ছিলো ভারত। তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষ অবলম্বনের জন্য এবং সারাবিশ্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রচারণা চালানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি ভারতের নতুন সংসদ ভবনের প্রশংসা করেন এবং জি-২০ সম্মেলনে প্রধানপমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে এবং পারস্পরিক সহযোগিতায় পূর্বের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রশংসা করেন তিনি।

বাংলা গেজেট/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর