[email protected] রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১

পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১২ অক্টোবার ২০২৩, ২১:৩৫

ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে তাদের এই বৈঠক হয় বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।


বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত চলে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাইস-কাউন্সিলর আরতুরো হাইন্স।

এর আগে কয়েক দফায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস।

এদিকে বিএনপি নেতাদের সম্মানে বৃহস্পতিবার ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বারিধারায় তার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন পিটার হাস।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর