[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪টি পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্ক

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৩, ২৩:৫৪

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের আগামী ১০, ১১ ও ১২ অক্টোবরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগতি এই পরীক্ষা যথাক্রমে আগামী ১৫, ১৯ ও ২১ নভেম্বর ২০২৩ তারিখে একই সময়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবর ২০২৩ তারিখের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর