[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

তিন মাসে ১২৫ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১০৭ শিশু

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৩, ২১:১৩

ফাইল ছবি

চলতি বছরের গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে সারা দেশে ১২৫ জন শিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ১০৭ শিশু। বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে ২২৮ জন।

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ক্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) শিশু অধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর কালেরকণ্ঠ।

সোমবার আসক কর্তৃক এক লিখিত বিবৃতির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটি দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব তথ্য অনুসন্ধানের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই তিন মাসে হত্যার শিকার ১২৫ জনের মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, এরপর রয়েছে শূন্য থেকে ৬ বছরের মধ্যে ৩২ জন, ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬ জন। এছাড়া ১৪ জনের বয়সের উল্লেখ নেই।

একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মোট ২২৮ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগের বয়সের (১০৯) উলে­খ নাই। এছাড়া ৫৮ জনের বয়স ১৩ থেকে ১৮এর মধ্যে, ৪৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে, এছাড়া ১৮ জন রয়েছে ৬ বছরের ভেতর। 

প্রতিবেদনে সংস্থাটি আরো জানায়, গত তিন মাসে ১০৭ জন শিশু ধর্ষণের শিকার হয়।

এরমধ্যে  ৯১ জন মেয়ে শিশু এবং ১৬ জন ছেলে শিশু। একই সময়ে ২৫ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর