[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

সরকারকে টেনে নামাবে জনগণ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৩, ২১:৫২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। খবর ইত্তেফাক।

মার্কিন ভিসা নীতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভিসা নীতিতে সবচেয়ে ভয়ের ছাপ পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে। উন্মাদ হয়ে গেছেন তিনি।’

‘আওয়ামী লীগ ভালো ও সুষ্ঠু ভোট করে’-প্রধানমন্ত্রীর এমন কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করে ফখরুল বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না, তার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন। বিদায় হোন, এবার কথা শোনানোর জন্য যা কিছু করার তাই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে। মুফতি হান্নানসহ সরকার অনেক জুডিশিয়াল মার্ডার করেছে। অদৃশ্য শক্তি আছে যা বর্তমান সরকার প্রধানের শক্তি; তবে এই শক্তি টিকিয়ে রাখতে পারবে না।’

 

বরেন্দ্র এক্সপ্রেস/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর