[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ওয়াকওভার’ নিয়ে এবারও সরকার গঠন কতে চায় আ’লীগ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ২১:৩৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী নেতাকর্মীদের জেলে পাঠিয়ে বিগত দুটি নির্বাচনের মতো ‘ওয়াকওভার’ নিয়ে এবারও সরকার গঠন করতে চায় আওয়ামী লীগ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দেন তিনি। খবর প্রতিদিনের বাংলাদেশ।

প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় ফিরে এই সংবাদ সম্মেলন করেন। তাতে তিনি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘আমি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছি।’

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলাম। প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস রেখে ২০১৮ সালের নির্বাচনে গিয়েছিলাম। তিনি আমাদের প্রমিস করেছিলেন, নির্বাচনে সমান সুযোগ দিবেন। কিন্তু ভোটের আগে একটি কথাও রাখেননি তিনি। এখন আবার বলছেন, সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্টু নির্বাচন করবেন। কিছুক্ষণ আগেও গণভবনে একই কথা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে।’ 

আওয়ামী লীগের তিন মেয়াদে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘এর নাম হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ওবায়দুল কাদের সাহেব প্রায়ই বলেন, খেলা হবে। আমি জানতে চাই, খেলবেন কার সঙ্গে? যাদের সঙ্গে খেলবেন, তাদেরকে জেলে পাঠিয়ে দিয়ে? তারা ওয়াকওভার নিয়ে সরকার গঠন করতে চায়।’ 

বিএনপি মহাসচিব সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, এবার এরকম কিছু করা সম্ভব নয়। তিনি বলেন, ‘পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বলে দিয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো ভোটারবিহীন নির্বাচন আর করা যাবে না। এবারের নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। আমরা বলে দিয়েছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেব না।’ 

তার দলের নেতৃত্বে পরিচালিত যুগপৎ আন্দোলনে এক দফা দাবি তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, এর প্রথমটাই হচ্ছে- শেখ হাসিনা ও তার সরকার পদত্যাগ করতে হবে। সবাই এই সরকারের পতন চায়। দেশকে রক্ষা করতে হলে সবাইকে সরকার পতন আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।  

গণঅধিকার পরিষদের উদ্যোগে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর পুরানা পল্টনে কার্লভার্ট রোডে এই সমাবেশ হয়। সংগঠনের সভাপতি নুরুলহক নুরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিম, গণফোরামের মহাসচিব সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণঅধিকার পরিষদের (নুর) সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ। 

বরেন্দ্র এক্সপ্রেস/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর