[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আজও শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৪:১৩

ছবি: সংগৃহীত।

দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টার পরে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নামেন শ্রমিকরা।

পুলিশ জানায়, মালিকপক্ষ জে কে ফ্যাশন কারখানা শেওড়াপাড়া থেকে সরিয়ে গাজীপুরে নিতে চায়। শ্রমিকরা মনে করছেন, স্থানান্তরের কথা বলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে দিচ্ছে। এদিকে তাদের দুই মাসের বেতন বকেয়া।

যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মোহতামিম হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, 'শ্রমিকরা বেগম রোকেয়া সরণির দুই পাশে অবস্থান নিয়েছেন। ফলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে আছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, 'তাদের দুই মাসের বেতন বকেয়া এবং কারখানাটি বন্ধ। শ্রমিকদের দাবি, মালিকপক্ষ এসে কারখানা খুলে দেবে। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সূত্র: ডেইলি স্টার

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর