[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

শিক্ষার্থী ও সাধারণ মানুষ ৬ মাসেই পাবেন মার্কিন ভিসা

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ২২:০২

সংগৃহিত ছবি

ছয় মাসের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট সেক্রেটারি রেনা বিটার। 
রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম। খবর প্রতিদেনর বাংলাদেশ।

এর আগে বিকাল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রেনা বিটার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

খুরশিদ আলম বলেন, নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ছয় মাসের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন রেনা বিটার।

পাকিস্তান সফর শেষে গত শনিবার রাতে রেনা বিটার ঢাকায় পৌঁছান। এ দিন সকালে তিনি ঢাকার মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। এ সময় দূতাবাস ও কনস্যুলেটের কার্যক্রম পর্যবেক্ষণ কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর