[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দুর্ভিক্ষ হবে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ২০:১০

প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। খবর কালবেলা।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ হবে একটি দুর্ভিক্ষপীড়িত একটি দেশ। প্রধানমন্ত্রী না থাকলে স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। কেউ ঘর-বাড়িতে থাকতে পারবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় না এলে সব চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাই দেশের উন্নয়ন কার্যক্রম বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশিদ এতে সভাপতিত্ব করেন। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর