[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৩, ২২:০৬

ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ার্ন শিলা। ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি পর্যালোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবরের ৭ তারিখে ছয় সদস্যের একটি দল পাঠাচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ার্ন শিলার এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর সমকাল।
 

যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।
 

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক অধিকারকর্মী, নারী ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসবেন।
 

ঢাকা ছাড়ার আগে প্রতিনিধি দলটি এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে জানান ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর