[email protected] রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নবীনদের বরণ করল আরসিআরইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ২২:৩১

ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের গ্যালারিতে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

আরসিআরইউ‘র সহ-সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

নবীনদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, সাংবাদিকতা চর্চার বিষয়। আজকের এই নবীনেরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমের সমাজের সত্যটাকে তুলে ধরবে বলে বিশ্বাস করি। তোমাদের কাজের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হবে। নিজেকে গঠনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাবা-মা, রাজশাহী কলেজ ও দেশের সম্মানকে আরও উজ্জ্বল করবে। তিনি সবাইকে স্বাগত জানিয়ে নবীন শিক্ষার্থীদের রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে যোগদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আলী আহসান, উপদেষ্টা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি, উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, আরসিআরইউর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার রাজশাহী ব্যুরো প্রধান মোহাম্মদ আলী ফেরদৌস সিদ্দিকী, এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজীব, দৈনিক আজকের পত্রিকার সাব এডিটর ও আরসিআরইউ‘র সাবেক সভাপতি মীম ওবাইদুল্লাহ। এছাড়া সাংগঠনিক সম্পাদক সেহের আলী দূর্জয়, দপ্তর সম্পাদক সুজন আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি, নির্বাহী সদস্য পলি রাণী, শাহাদাত হোসেনসহ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর