[email protected] রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সারা দেশে অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৩, ০২:১৪

ফাইল ছবি

ডেঙ্গুর প্রকোপের সময় স্বাস্থসেবার মান যাচাইয়ে অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশের হাসপাতালে অভিযান পরিচালনা করা হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। খবর কালবেলা।

অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, দেশের সব সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে র‌্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য। যারা অপেক্ষাকৃত খারাপ অবস্থার রোগী তাদের প্রতিনিয়ত মনিটরিং করবে।

তিনি বলেন, সিভিল সার্জনদের বলা হয়েছে একটি সমন্বয় টিম করার জন্য। সিভিল সার্জন, ভোক্তা অধিকার এবং লোকাল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি অভিযান চালানোর জন্য বলা হয়েছে। সেই সঙ্গে যেসব ফার্মেসি কিংবা ক্লিনিক স্যালাইন মজুত করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অনুপযুক্ত আইসিইউ যাদের আছে তাদের বিরুদ্ধে দেশজুড়ে আবার অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর