infomorningtimes@gmail.com শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৬শে পৌষ ১৪৩২

ডেঙ্গুতে একদিনে আরও ১২ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বার ২০২৩, ০৩:২৫

ফাইল ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িাল ৭৯০ জনে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১২৯ জন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১২৯ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৩ জন এবং ঢাকার বাইরের এক হাজার ২৮৬ জন। 

এই সময়ে মারা গেছেন ১২ জন। এদের মধ্যে চারজন ঢাকার, বাকিরা ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৬৪ জন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭১ হাজার ৫০৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৯০ হাজার ৪৬১ জন ভর্তি হয়েছেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর