[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

অক্টোপাসের মতো ঘিরে ফেলে সব গিলে খাচ্ছে সরকার: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৩, ২২:৪২

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবকিছুতেই একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে সরকার। গিলে খাচ্ছে সব।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এমন কোন থানা নেই যেখানে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা নেই। আমার দুঃখ হয় কিছু শিক্ষিত লোক সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোথায় গেল আমাদের সেই ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্বপ্ন।

তিনি বলেন, এখনও সময় আছে সরকারের বোধোদয় হবে। তারা এ পথ থেকে সরে আসবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে সরকার বোকা ভাবে, তারা ভাবে যা বলবে তাই হবে। এটা তাদের ভুল ধারণা। দেশের মানুষ এখন আর বোকা নয়।

বিএনপি মহাসচিব বলেন, সবকিছুতেই একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে সরকার। গিলে খাচ্ছে সব। আমরা তো ক্ষমতায় যাওয়া জন্য আন্দোলন করছি না। আমরা এদের হাত থেকে দেশকে মুক্তি করা জন্য আন্দোলন করে যাচ্ছি বলে জানান তিনি।

জামালপুর জেলার ডিসিকে প্রত্যাহার বিষয়ে প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এটা আই ওয়াশ। তা ছাড়া কিছুই নয়।

এসময় তিনি রংপুর ১৬ সেপ্টেম্বর ও বগুড়াতে ১৭ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ কর্মসূচির কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর