[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

বিকালে বিএনপিসহ বিরোধীদের বিক্ষোভ সমাবেশ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৩, ১৯:৩৯

ফাইল ছবি

আজ ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিনটি উপলক্ষ্যে আজ শুক্রবার বিকালে বিএনপি রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে। সরকারের পদত্যাগসহ একদফা দাবি এবং নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করবে দলটি।

অপরদিকে বিএনপির পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটও যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ৩টায় নয়াপল্টনে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় পল্টন মোড়, ১২–দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।

এ ছাড়া কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বেলা ৩টায় এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো দিকে, গণ অধিকার পরিষদ (নুরুল হক) পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) পল্টন মোড়ে, এনডিএম মালিবাগ মোড়ে আলোচনা সভা করবে। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর