infomorningtimes@gmail.com শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সন্ধ্যায়

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৩, ১৮:৪৬

ফাইল ছবি

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

মনোনয়ন বোর্ডের এ সভায় নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। তার মৃত্যুতে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর