infomorningtimes@gmail.com রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

দ্বিপাক্ষিক বৈঠকে হাসিনা-ম্যাক্রোঁ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৩, ২০:২৪

ছবি: ফোকাস বাংলা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রবেশ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুদেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাখোঁ। শ্রদ্ধা জানানো শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর