[email protected] রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

খালেদা জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৩, ০১:৫৫

রাজশাহী বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : বাংলা গেজেট

বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশের কোথাও নেই। ভারতেও নেই, সিঙ্গাপুরেও নেই। তার চিকিৎসা শুধু পৃথিবীর কয়েকটি জায়গায় আছে। তাকে হত্যার উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। তার (খালেদা) কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদসহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থা, জানি না কিছুক্ষণ পরে কী খবর পাব। তবে এর কারণে বাংলাদেশে যা কিছু হোক তার জন্য সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে। আমরা বীরের জাতি। আমাদের হাজার হাজার বছর ধরে কেউ মাথা নত করাতে পারেনি, আর পারবেও না। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর