[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৪:০৩

ছবি : সংগৃহীত

নিয়ম না মেনে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে।

রোববার (১৪ জুলাই) ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ভর্তি বাতিলে হাইকোর্টের আদেশ বহাল রইল।

এর আগে, বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১৬৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ১৪ জানুয়ারি ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট আবেদন করেন। পরে প্রাথমিক শুনানি নিয়ে ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ২৮ ফেব্রুয়ারি ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষকে ১৬৯ জনের ভর্তি বাতিল করতে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এরপর গত ২১ মে ১৬৯ জনের ভর্তি বাতিল করে অপেক্ষমাণ তালিকা থেকে এক সপ্তাহের মধ্যে শূন্য আসনে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট।

 

ওই আদেশের বিরুদ্ধে গত ২৬ মে দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন বাতিলকৃত শিক্ষার্থীর অভিভাবকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর