কোচ ছোটনের গর্ব, ‘আমরা এখন দক্ষিণ এশিয়ার এক নম্বর দল’

আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নিজেদের খেলাটা খেলেই স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছে সাবিনা খাতুনরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি জিতে সবাই আনন্দে ভাসছে। কোচ গোলাম রব্বানী ছোটন তাই চ্যাম্পিয়ন হয়ে দরাজ কণ্ঠে বলতে পারছেন, ‘দক্ষিণ এশিয়ার এক নম্বর দল এখন আমরা।’
ডাগ আউটে টেনশনের শেষ নেই। তবে চাপ দূর করে যখন একে একে তিন গোল করে নেপালকে ছিটকে দেওয়ার পর খুশির ফল্গুধারা যেন বইছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ছোটন বলেছেন, ‘আমি আমার মেয়েদের অভিনন্দন জানাই। ধন্যবাদ দিতে চাই নেপাল দলকেও। তারা ভালো খেলেছে। আমরা লক্ষ্য পূরণ করেছি। দক্ষিণ এশিয়ার এক নম্বর দল এখন আমরা।’
সঙ্গে যোগ করেছেন, ‘ম্যাচ ম্যাচ বাই উন্নতি করেছে সবাই। তারা (বাংলাদেশ) তাদের সামর্থ্য দেখিয়েছে। ফাইনালি তারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরে সাফল্য পেয়েছে।’
টুর্নামেন্টে মোস্ট ভেলুয়েবল প্লেয়ার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটও পুরস্কার পেয়েছেন। সেরা গোলকিপার রুপনা চাকমা। ফেয়ার প্লে ট্রফিও উঠেছে বাংলাদেশের হাতে।
তাই আজকের দিনটি সাফল্যে মোড়ানো লাল-সবুজ দলটির জন্য। স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন কৃষ্ণা-শামসুন্নাহাররা।
আপনার মূল্যবান মতামত দিন: