তারেক-জোবায়দার বিরুদ্ধে দুইজনের সাক্ষ্যগ্রহণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন।
এদিন মামলায় ইমরান আলী শিকদার ও সৈয়দ আজাদ ইকবাল নামে দুজন জব্দ তালিকার সাক্ষী হাজির হয়ে সাক্ষ্যপ্রদান করেন। এসময় ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ মো. আছাদুজ্জামান সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে জেরা করার সুযোগ না থাকায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ মে তারিখ ধার্য করেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এ নিয়ে এ মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস পাল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: