সড়কের মাঝখানে স্কুটি থামিয়ে যা করলেন তরুণী ...

সংগৃহীত

সুন্দর জীবনের জন্য চাই সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের জন্য দরকার শরীর চর্চা। শরীর ঠিক তো সব ঠিক। শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। শরীরকে সুস্থ ও মনকে নির্মল রাখতে শরীর চর্চার বিকল্প নেই। শরীর চর্চায় বিশ্বাসী তেমনই একজন তরুণী মুসকান রানা। ভারতের উত্তরপ্রদেশের ঘাজিয়াবাদ জেলার এই তরুণীর শরীর চর্চার একটি ভিডিও এখন সোশালে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, মোদিনগরে দিনের বেলা মহাসড়কে স্কুটি থামিয়ে যোগাসন করছেন মুসকান। তার পরনে ম্যাজেন্টা রঙের জগার্স। ভিডিওটি আপলোড হয়েছে কয়েক সপ্তাহ আগে, যা ইতোমধ্যে সাত হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে।

নেটিজেনদের মধ্যে একজন মন্তব্য করেন, ‘লোকেশন পাল্টান। পেছনে থাকা ছেলেগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। আপনি এসব ভিডিও বাগানে বা ছাদেও করতে পারেন। আশা করি বুঝতে পারছেন’।

আরেকজন মন্তব্য করেছেন, ‘পেছনের বাচ্চারা কীভাবে হাসছে দেখুন’। তবে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি ইতিবাচক মন্তব্যও পেয়েছেন মুসকান।

গনেশ নামের একজন লিখেছেন, ‘মুসকান অনেক পরিণত মেয়ে। তাকে শেখাতে হবে না কোনটি ভালো, কোনটি খারাপ। তিনি খুব ভালো করে জানেন কি করতে হবে। মানুষের সমস্যা হলো তারা সবসময় অন্যের জীবনে হস্তক্ষেপ করে, বিশেষ করে নারীর ক্ষেত্রে’।




আপনার মূল্যবান মতামত দিন:


Top